মইনুলের বিরুদ্ধে নেত্রকোণায় মানহানির মামলা
সম্প্রতি টিভি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে নেত্রকোণা সিনিয়র ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা হয়েছে।
নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দীনা বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলাটি করেন।
বাদী পক্ষের আইনজীবী মনোয়ার পারভেজ জানান, ৫০০/৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বিজ্ঞ বিচারক শরিফুল হক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
কামাল হোসাইন/এফএ/এমএস