ঝালকাঠি জেলা বিএনপি নেতা কারাগারে
ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম সোলায়ামান এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান, হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে বিএনপি নেতা নুপুরের নামে পাঁচটি মামলা দায়ের করা হয়। রোববার দুপুরে এসব মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন তিনি। আদালত এর মধ্যে একটি মামলায় জামিন মঞ্জুর করে। বাকি চার মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
শুনানিতে অংশগ্রহণ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. হুমায়ুন কবীর বাবুল, অ্যাড. মাহেব হোসেন, অ্যাড. নুর হোসেন, অ্যাড. নাসিমুল হাসান ও অ্যাড. ফয়সাল খান।
এআরএ/পিআর