পাবনায় জামায়াত নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৭ অক্টোবর ২০১৮

পাবনার ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির আজগর আলী প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আজগর আলী প্রামানিক ওই মহল্লার মৃত এলাহী বক্স প্রামাণিকের ছেলে।

ভাঙ্গুড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গত ১৭ অক্টোবর (বুধবার) দুর্গাপূজা উপলক্ষে আজগর আলী বেশ কয়েকজন শিবির নেতাকর্মীকে নিয়ে নাশকতার উদ্দেশ্যে তার বাড়িতে গোপন বৈঠক করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তিন শিবির নেতাকর্মীকে তাজা ককটেলসহ গ্রেফতার করা হয়। আজগর আলী এ সময় পালিয়ে যান। পরে আজগর আলীসহ আটকদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।

ওসি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে আজগর আলীকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

একে জামান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।