বাংলাদেশের ইভিএম মেশিন হ্যাকিং করা সম্ভব নয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৭ অক্টোবর ২০১৮

বাংলাদেশ নির্বাচন কমিশন ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে দিনব্যাপী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের টাউনহল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এবং আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান, রেঞ্জ ডিআইজি কার্যালয় পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান প্রমুখ।

Maymansing-

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ভোটার আইডি কার্ড সব জায়গায় ব্যবহার করা হয় শুধু ভোট দেয়ার ক্ষেত্র ছাড়া। এই ইভিএম পদ্ধতিতে একজন ভোটার ইচ্ছে করলেও একটির বেশি ভোট দিতে পাবে না। আগে যেখানে ব্যালট পেপার ও ব্যালট বক্স ছিনতাই হয়ে যেত এখন আর সেই ছিনতাইয়ের ভয় থাকবে না। আমেরিকাসহ অন্য দেশে ইভিএম মেশিনে ইন্টারনেট সংযোগ থাকে ফলে সেগুলো হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশে ইভিএম মেশিনে ইন্টারনেট সংযোগ না থাকায় হ্যাকিং সম্ভব নয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, মুক্তিযাদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সুধীজন, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রদর্শনী মেলাতে ১০টি স্টলে ইভিএম এর ব্যবহার সর্বসাধারণের জন্য দিনব্যাপী উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।