ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৭ অক্টোবর ২০১৮

উন্নয়ন-অগ্রগতি ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জঙ্গি-সন্ত্রাস ও দুর্নীতিবাজ অপশক্তির বিরুদ্ধে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। নির্বাচনে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। এ দেশে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ক্ষমতায় আর দেখতে চায় না জনগণ। শুধু রাজপথে নয়, শেখ হাসিনার ভ্যান গার্ড হয়ে ছাত্রলীগকে আগামী একাদশ সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে।

শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দাসের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন- পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল ও পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব প্রমুখ।

আলাউদ্দিন আহমেদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।