তিন দিন ধরে সাগরে ভাসছে কয়লাবোঝাই জাহাজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৭ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে মোংলা বন্দরের ফেয়ারওয়ের (বহিঃনোঙ্গর) বাইরে বঙ্গোপসাগরে ভাসছে কয়লাবাহী একটি বিদেশি জাহাজ। কাঁদা, পানি ও মবিলের মিশ্রণে জাহাজটির ইঞ্জিনে (যান্ত্রিক) ক্রুটি দেখা দিলে বুধবার থেকে মোংলা বন্দরে প্রবেশ করতে পারেনি মার্সিল পতাকাবাহী এমভি পারনোন নামের ওই জাহাজটি।

জাহাজটির বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি প্রতিষ্ঠান (শিপিং এজেন্ট) কসমস শিপিং লাইনস’র ব্যবস্থাপক সিরাজুল ইসলাম শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যান্ত্রিক ক্রুটিতে জাহাজটি এখনও সাগরে ভাসছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, গত ৩ অক্টোবর এমভি পারনোন জাহাজটি প্রায় ৫৫ হাজার মেঃ টন কয়লা নিয়ে মালয়েশিয়ার একটি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসে। সেখানে ২৮ হাজার ৫শ মেঃ টন খালাসের পর বাকি ২৬ হাজার ৫শ মে: টন কয়লা নিয়ে গত বুধবার মোংলা সমুদ্র বন্দরে আসার সময় যান্ত্রিক ক্রুটি দেখা দেয়ায় সাগরে আটকে পড়ে। বর্তমানে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে বন্দরের ফেয়ারওয়ের বাইরে সাগরে ভাসছে। তবে ইঞ্জিনটি সচল করতে জাহাজের নিজস্ব প্রকৌশলীরা কাজ করছেন। জাহাজটিতে ক্যাপ্টেনসহ ২২ জন বিদেশি নাবিক নিরাপদ ও ঝুঁকিমুক্ত রয়েছেন বলেও শিপিং এজেন্ট প্রতিনিধি সিরাজুল জানান।

দুর্ঘটনা কবলিত ওই জাহাজ সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ী মেসার্স মায়া এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব হাসান বলেন, গত বুধবারই জাহাজের ইঞ্জিন বিকলের খবরটি বন্দরের হারবার বিভাগে জানানো হয়েছে। জাহাজটির ইঞ্জিন শনিবার দুপুর নাগাদ সচল হয়ে হাড়বাড়িয়ার ৯নং বয়ায় এসে পৌঁছায় র্বতমানে ওখানেই অবস্থান করছে।

দায়িত্বরত কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, জাহাজটির ইঞ্জিন শনিবার দুপুর নাগাদ সচল হয়ে হাড়বাড়িয়ার ৯নং বয়ায় এসে পৌঁছেছে।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।