নদীতে ভেসে উঠলো দুই লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:৪৫ এএম, ০১ নভেম্বর ২০১৮

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে ভাসমান অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ঘাটিনা সেতুর নিচে ও ঘাটিনা পালপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত যুবকদের পরিচয় পাওয়া যায়নি।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ জানান, ফুলজোড় নদীর ঘাটিনা সেতু ও ঘাটিনা পালপাড়া এলাকায় দুই যুবকের ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। সুরুতহাল রিপোর্ট তৈরি করে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।