মৌলভীবাজারে বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে
মৌলভীবাজারে পুলিশের মামলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে বড়লেখা উপজেলা বিএনপির নেতাকর্মীরা ওই মামলায় মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি কৃপাসিন্ধু দাস।
মামলা সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বেলা সাড়ে ১১টার দিকে বড়লেখা পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বড়লেখা-জুড়ী আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন দিয়ে অবরোধ করে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা।
খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে বিএনপির নেতাকর্মীকে অবরোধ সরানোর জন্য বললে তারা পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বড়লেখা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন বাদী হয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেন।
এ বিষয়ে বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন পুলিশের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। অথচ পুলিশ ঘটনাটি সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের আসামি করে মামলাটি করেছে।
এএম/জেআইএম