১২১ বছর বয়সে চলে গেলেন তেলুগু জনগোষ্ঠীর সুর নারায়ণ
১২১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তেলুগু জনগোষ্ঠীর সবচেয়ে প্রবীণ ব্যক্তি সুর নারায়ণ গোয়ালা। বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের আদমটিলার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
স্বজনদের সাক্ষ্য ও আঞ্চলিক ইতিহাস মতে সুর নারায়ণ গোয়ালার জন্ম আঠারো শতকের শেষের দিকে। তবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ১৯১৮ সালের ১৩ মে ব্রিটিশ আমলে তার জন্ম।
বাংলাদেশে বসবাসরত বৃহত্তর তেলুগু জনগোষ্ঠীভুক্ত সবচেয়ে প্রবীণ এই ব্যক্তি তেলুগু কৃষ্টি, কালচার ও সমাজ ব্যবস্থার ধারার অনেক পুঁজি রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ তেলুগু পরিষদ।
রিপন দে/আরএআর/জেআইএম