পুকুরে ঝাঁপ দিয়ে উধাও জিসাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৭ নভেম্বর ২০১৮
ফাইল ছবি

পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকার মাদক মামলার আসামি মো. জিসাদ। জিসাদ দেওভোগ এলাকার মন্ডল বাড়ির মো. লিটনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিসাদকে মঙ্গলবার রাতে দেওভোগ বাজার থেকে আটক করে মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের পিছনে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে পুলিশকে ফাঁকি দিয়ে পাশের পুকুরে ঝাঁপিয়ে পড়ে জিসাদ। এরপরই সে উধাও হয়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে তলব করে পুলিশ।

এই ঘটনার জেরে স্থানীয়রা পুলিশকে দায়ী করে এবং পুলিশের ওপর চড়াও হয়। এতে ২/৩ জন পুলিশ সদস্য আহতও হন। পরবর্তীতে জানা যায় জিসাদ পুকুর থেকে পালিয়ে গেছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, পুলিশ ধরতে গেলে মাদক মামলার আসামি পুকুরে ঝাঁপ দেয়। এরপর তাকে খোঁজাখুঁজির জন্য ফায়ার সার্ভিসকে ডাকা হয়। এক পর্যায়ে তার পরিবারের সদস্যরা নিশ্চিত করে সে পালিয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত সদস্য শাহদাত সায়েম জানান, খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে যায়। কিন্তু খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।