কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৭ নভেম্বর ২০১৮

ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হক চৌধুরী মাহবুবকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, ওই দিন দুপুরে ইউপি কার্যালয়ে একটি সভা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় নাশকতার মামলা রয়েছে। বিগত ইউপি নির্বাচনে ফেনী জেলায় একমাত্র তিনিই বিএনপি নেতা হিসেবে চেয়ারম্যান পদে জয়লাভ করেন।

ছাগলনাইয়া থানার পরিদর্শক (ওসি) এমএম মুর্শেদ ইউপি চেয়ারম্যন রবিউল হক চৌধুরী মাহবুবকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

রাশেদুল হাসান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।