শিশু হত্যা মামলায় সাতক্ষীরায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১২ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

স্কুলছাত্র তাপস বিশ্বাসকে (১০) হত্যার দায়ে সাতক্ষীরায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একইসঙ্গে মরদেহ গুম করার অপরাধে তিন বছর কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি অশোক কুমার বিশ্বাস তালা উপজেলার রাড়িপাড়া গ্রামের মহাদেব বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৭ মার্চ তালা উপজেলার রাড়িপাড়া গ্রামের মালোপাড়ার হরেন বিশ্বাসের ছেলে রাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র তাপস বিশ্বাসকে অপহরণ করা হয়। পরে তাকে ঘরের মধ্যে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পাশে একটি পুকুর পাড়ে মরদেহ পুঁতে রাখে। পরদিন পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় ঘাতক অশোককে।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. তপন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।