ফেনীর ৩ আসনে বিএনপির মনোনয়ন নিলেন যারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১২ নভেম্বর ২০১৮

ফেনীর তিনটি সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলীয় বেশ কয়েকজন নেতা মনোনয়নপত্র নিয়েছেন। সোমবার সকালে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন মানোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ (ছাগলনাইয়া-পরশুরাম ও ফুলগাজী) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

একই দিন ফেনী-২ (সদর) আসনের জন্য দলীয় মনোনয়ন সংগ্রহ করেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ভিপি, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিস্টার, জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্লাহ মানিক, ফেনী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুল।

ওইদিন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু ও সোনাগাজী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোলায়মান ভূঁইয়া দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। অপরাপর প্রার্থীরা পর্যায়ক্রমে দলীয় মনোনয়ন সংগ্রহ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের জানান, দলীয় নেতারা কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। তবে এখন পর্যন্ত কয়জন ফরম সংগ্রহ করেছেন তার সঠিক তথ্য তিনি জানাতে পারেননি।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।