পদ্মায় স্পিডবোট ডুবে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১২:৪২ পিএম, ১২ নভেম্বর ২০১৮
ফাইল ছবি

মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ তিন যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার প্রশন্নপুর গ্রামের আ. রহমান উকিলের ছেলে মেরাজুল ইসলাম রাজু (২২), মেরাজুলের স্ত্রী সাদিয়া আক্তার লিমা আক্তার (১৮) ও পটুয়াখালির বাউফল উপজেলার আমিরাবাদ গ্রামের রুবেল গাজির মেয়ে ফাতেমা আক্তার (৮)।

শিবচর থানা পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে শামীম মাদবরের মালিকানাধীন স্পিডবোটটি ২৪ জন যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসে। মাঝ নদীতে এসে চলন্ত স্পিডবোটটি একটি ডাম্প ফেরির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। তাৎক্ষণিক নদীতে টহলরত সেনা কর্মকর্তারা ২১ জন যাত্রীকে উদ্ধার করেন। এ সময় ৩ যাত্রীকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সোমবার সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।

শিবচর থানা পুলিশের ওসি জাকির হোসেন মোল্লা জানান, গতকাল বিকেলে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট ডুবির ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নাসিরুল হক/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।