সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে শতাধিক মাছের ঘের প্লাবিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:১২ পিএম, ২৪ নভেম্বর ২০১৮

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের হাইল চরের কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম ও অর্ধশতাধিক মাছের ঘের প্লাবিত হয়েছে। শুক্রবার গভীর রাতে বাঁধটি ভেঙে চাকলা গ্রাম প্লাবিত হয়।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জাগো নিউজকে জানান, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি তারা। গভীর রাতে একশ হাতের মত বাঁধ ভেঙে চাকলা গ্রাম প্লাবিত হয়েছে। অর্ধশতাধিক মাছের ঘের ভেসে গেছে। কিছু ঘরবাড়িও প্লাবিত হয়েছে। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধটি সংস্কারের চেষ্টা করছে। দ্রুত সংস্কার করা না গেলে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।

satkhira

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাফফারা তাসনীন বলেন, ঘটনাস্থলে গিয়ে সরেজমিন দেখার পর বাঁধটি সংস্কারে পদক্ষেপ নেয়া হবে।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।