ধান নিয়ে বাড়ি ফেরা হলো না গৌর ঘোষের
প্রতীকী ছবি
সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া বাজারে নছিমন উল্টে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সকালে বাজারের সালাউদ্দিনের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক গৌর ঘোষ (৫৬) জেঠুয়া ঘোষপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, গৌরপদ ঘোষ নছিমনে ধান নিয়ে আসার জন্য বাড়ি থেকে বের হন। জেঠুয়া বাজারে পৌঁছালে নছিমন উল্টে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তালা থানা পুলিশের ওসি মেদেহী রাসেল বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস