ধানখেতে গলাকাটা মরদেহ
প্রতীকী ছবি
ঝিনাইদহে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার ফলসী গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে ধানখেতে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি আছে।
দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে হত্যার পর ঘটনাস্থলে মরদেহ ফেলে রেখে গেছে বলে ধারণা পুলিশের।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর