ঝিনাইদহে জেলা জামায়াতের আমির গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৬ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

নাশকতার মামলায় ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আযম মো. আবু বকরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ১০টি বোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরে নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ সকালে পানি উন্নয়ন বোর্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও জেলা জামায়াতের আমির আলী আযম মো. আবু বকরকে গ্রেফতার করা হয়।

পরে তার কাছ থেকে ১০টি বোমা ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। তার নামে ঝিনাইদহ সদর থানায় নাশকতার মামলা রয়েছে বলে জানান এসপি।

আহমেদ নাসিম আনসারী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।