আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৮

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনকে এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ায় ঝাড়ু মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।

একইসঙ্গে মনোনয়ন পাওয়া হারুনকে জনবিচ্ছিন্ন, দুুর্নীতিবাজ ও জামায়াতঘেঁষা আখ্যা দিয়ে অবিলম্বে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান বিক্ষোভকারীরা।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের যুবলীগ কার্যালয় থেকে ঝাড়ু মিছিলটি বের হয়। ঝাড়ু নিয়ে দফায় দফায় পুলিশের বাধা উপেক্ষা করে শহরের প্রধান সড়ক ঘুরে আবারও যুবলীগ কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য উপজেলা সদরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকারী নেতাকর্মীরা জানান, রোববার এমপি হারুনের মনোনয়নের বিষয়টি নিশ্চিত হলে বিক্ষুব্ধ হয় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের কর্মী-সমর্থকসহ দলের বিপুল নেতাকর্মী।

সোমবার সকাল ৯টা থেকে উপজেলা সদরের যুবলীগ কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বিক্ষোভে কর্মী-সমর্থকদের নিয়ে যোগ দেন আরেক মনোনয়নপ্রত্যাশী মুকুল মৃধা।

JKT

পরে বেলা ১১টার দিকে ঝাড়ু মিছিল বের করা হয়। এ সময় বিক্ষোভকারীদের হারুন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আসলে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি ডাকবাংলো মোড় হয়ে বাইপাস মোড়ের দলীয় প্রধান কার্যালয় ঘুরে আবারও যুবলীগ কার্যালয়ে আসতে চাইলে বাইপাস মোড়ে আবারও বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতব্বর ও সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিন মৃধা।

এমপি হারুনকে স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান উল্লেখ করে তারা বলেন, পাকিস্তান আমলে সরকারের প্রিয়পাত্র হওয়ায় হারুনের বাবাকে বুলবুলে পাকিস্তান উপাধি দিয়েছিল তৎকালীন সরকার। এমন একটি পরিবারের সন্তানকে বার বার মনোনয়ন দিলে তা মেনে নেয়া যায় না। এছাড়া জনবিচ্ছিন্ন হারুনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই অবিলম্বে হারুনকে দেয়া মনোনয়ন পরিবর্তন করে মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরকে মনোনয়ন দেয়ার দাবি জানাই। মনোনয়ন পরিবর্তন করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

এ বিষয়ে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, মিছিল থেকে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে পুলিশের কড়া নজরদারি রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আতিকুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।