নওগাঁ-৫ আসনে এবার জলিলের ছেলে জন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসন থেকে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন নতুন মুখ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। গতকাল রোববার তিনি দল থেকে মনোনীত একটি চিঠি পেয়েছেন।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত আব্দুল জলিলের ছেলে।
নওগাঁ-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এ তরুণ নেতা নেতৃত্ব দিতে চলেছেন।
ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দলীয় কার্যালয়ে এবং শহরের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় শহরজুড়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
নিজাম উদ্দিন জলিল জন মনোনয়ন পাওয়ায় আ.লীগের একনিষ্ঠ কর্মী আমিনুল ইসলাম নিজ থেকে শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছেন।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণ প্রিয় নেতার সুযোগ্য সন্তান জন ভাই মনোনয়ন পাওয়ায় খুবই আনন্দিত। আমাদের ইচ্ছা ছিল নতুন মুখের আর্বিভাব হোক। তরুণ এ নেতা এলাকার উন্নয়নসহ তার বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন। এখন আমাদের একটাই লক্ষ্য তাকে বিজয়ী করা।
আওয়ামী লীগের অন্য পাঁচটি আসনের মনোনীত প্রার্থীরা হলেন- নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আলহাজ শহীদুজ্জামান সরকার বাবলু, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে আলহাজ ছলিম উদ্দীন তরফদার সেলিম, নওগাঁ-৪ (মান্দা) আসনে মুহাম্মদ ইমাজ উদ্দীন প্রামাণিক এবং নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনে ইসরাফিল আলম।
আব্বাস আলী/এমএএস/এমএস