মনোনয়নপত্র দাখিল করলেন দুই ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৮ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের মনোনয়নপত্র দাখিল করেছেন দুই ভাই। মনোনয়নপত্র দাখিলের শেষদিন আজ বুধবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের কাছে মনোয়নপত্র দাখিল করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি মো. হারুনুর রশিদ।

এ সময় তার সঙ্গে ছিলেন, স্ত্রী সাবেক এমপি সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, সদর থানা বিএনপির সভাপতি মো. তসিকুল ইসলাম তসি ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতিসহ ৭ জন।

এদিকে বেলা ১১টার সময় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেন বিএনপি প্রার্থী হারুনুর রশিদের চাচাতো ভাই বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ।

এ সময় তার সঙ্গে ছিলেন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, জেলা স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. মো. গোলাম রাব্বানী, সাবেক ছাত্রনেতা সামিউল হক লিটন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জিপি অ্যাডভোকেট মো. যোবদুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।

এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে গোমস্তাপুর উপজেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুহা. জিয়াউর রহমান।

এর আগে গতকাল মঙ্গলবার জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির দলীয় প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

আব্দুল্লাহ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।