জনগণের ভোটে গণতন্ত্রের বিজয় হবে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে। গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে, ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে এবং দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতেই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা বিশ্বাস করি জনগণের ভোটে গণতন্ত্রের বিজয় হবে। গণতান্ত্রিক নির্বাচন যদি হয়, স্পেস যদি পাওয়া যায় তাহলে জনগণ অবশ্যই বিজয়ী হবে এবং স্বৈরাচারের পতন হবে।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আসনে তার সঙ্গে নৌকা প্রতীকে লড়বেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।
রবিউল এহসান রিপন/আরএআর/জেআইএম