পাবনায় হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

পাবনায় আবেদ আলী (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবেদ আলী পাবনা পৌর এলাকার নারায়ণপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে।

জেল সুপার ফারুক আহমেদ জানান, আবেদ আলী (হাজতি নম্বর ৪৯০০/১৮) শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

পাবনা সদর থানা সূত্র জানায়, চলতি বছরের ৭ জুন পুলিশ মাদকের একটি মামলায় আবেদ আলীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

একে জামান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।