গত নির্বাচনে জিরো, এবার তিনি হিরো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মহাজোট থেকে এমপি হন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

২০১৪ সাল ও ২০১৮ সালের নির্বাচনী হলফনামার প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, মহাজোট থেকে সাতক্ষীরা-১ আসনে এমপি হয়ে শূন্য থেকে কোটিপতি হয়েছেন মুস্তফা লুৎফুল্লাহ। বলা যায় জিরো থেকে কোটিপতি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে সাতক্ষীরা-১ আসনের জন্য মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা যায়।

২০১৪ সালের নির্বাচনী হলফনামায় মুস্তফা লুৎফুল্লাহ উল্লেখ করেছিলেন, ওই সময়ে তার হাতে নগদ কোনো অর্থ ছিল না। পরিবারের সদস্যদের মোট সোনার গহনার পরিমাণ ২০ ভরি, যার মূল্য দেখানো হয়েছিল ২ লাখ টাকা, একটি এক লাখ টাকার মোটরসাইকেল, ইলেকট্রনিক সামগ্রী এক লাখ ২০ হাজার টাকা, ফার্নিচার ৫০ হাজার টাকা, অকৃষি জমি ১২ হাজার টাকা এবং ১১ লাখ ৩০ হাজার টাকার মূল্যের একটি বাড়ি।

২০১৮ সালের নির্বাচনী হলফনামায় মুস্তফা লুৎফুল্লাহ উল্লেখ করেছেন, তার এক কোটি ৪ লাখ ৫০ হাজার টাকার অস্থাবর সম্পদ ও ১১ লাখ ৪২ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে। সংসদ সদস্য ভাতাদি ও অন্যান্য আয় বছরে ২৪ লাখ ৮৩ হাজার ১৪৬ টাকা।

এছাড়া নগদ ৪৭ লাখ ১২ হাজার ৮৮৮ টাকা রয়েছে তার। ব্যাংকে জমা ৩ লাখ ৮২ হাজার ৪০২ টাকা। প্যারাডো জিপের মূল্য ৪৪ লাখ ৬৭ হাজার ৮০ টাকা। এ জিপটি ব্যবহার করছেন তিনি।

হলফনামায় তিনি অারও উল্লেখ করেছেন, ১ লাখ টাকার একটি মোটরসাইকেল, ইলেকট্রনিক যন্ত্রপাতি ৪ লাখ ২০ হাজার টাকা, আসবাবপত্র ১ লাখ টাকা, ২ লাখ ৬৮ হাজার টাকার পিস্তল ও ১২ হাজার টাকার অকৃষি জমি রয়েছে। সেইসঙ্গে ১১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি বাড়ি রয়েছে তার।

আকরামুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।