কুড়িগ্রামে গণফোরাম প্রার্থী আমসাআ আমিনের কুশপুত্তলিকা দাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৯ ডিসেম্বর ২০১৮

কুড়িগ্রাম-২ আসনে গণফোরামের প্রার্থী মেজর জেনারেল (অব.) আমসাআ আমিনকে ঐক্যফ্রন্টের মনোনয়ন দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

শনিবার রাত ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ এবং জেলা বিএনপির দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহসানসহ অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে আমসাআ আমিনের প্রার্থিতা পরিবর্তন করে জেলা বিএনপির যুগ্ন সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদকে মনোনয়ন দেবার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী আমসাআ আমিনের পক্ষে কাজ করবে না বলেও জানিয়ে দেয়া হয়। ভোটের মাঠে তাকে কর্মী শূন্য হয়ে কাজ করতে হবে বলে হুশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন শেষে দলীয় কার্যালয়ের সামনে আমসাআ আমিনের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ ছাড়া রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা।

নাজমুল হোসেন/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।