গাজীপুরে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গাজীপুরে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন, গাজীপুর-১ আসনে জাতীয় পার্টির মো. শরীফুল ইসলাম, গণফোরামের মো. রফিকুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আব্দুল মজিদ।

গাজীপুর-২ আসনে জাতীয় পার্টির মাহবুবুল আলম ও জয়নাল আবেদীন। গাজীপুর-৩ আসনে বাসদের জহিরুল ইসলাম মন্ডল বাচ্চু ও গাজীপুর- ৫ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলদেশের মো. আল আমিন দেওয়ান।

গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এখন গাজীপুরের ৫টি আসনে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আমিনুল ইসলামি/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।