মৌলভীবাজারের ৪টি আসনে থাকল ১৯ প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিনে মৌলভীবাজারের চারটি আসনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রার্থিতা প্রত্যাহার ও আপিলে প্রার্থিতা ফিরে পাওয়াসহ প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন মোট ১৯ জন প্রার্থী।

প্রত্যাহার যারা করেছেন তারা হলেন, মৌলভীবাজার-১ আসন থেকে বিএনপির দুই প্রার্থীর মধ্যে অসুস্থজনিত কারণে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

মৌলভীবাজার-২ আসন থেকে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিন (স্বতন্ত্র) প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

মৌলভীবাজার-৩ আসন থেকে বিএনপির দুই প্রার্থীর মধ্যে রেজিনা নাসের ও খেলাফত মজলিস থেকে মাওলানা আহমেদ বিলাল প্রার্থিতা প্রত্যাহার করেন। মৌলভীবাজার-৪ আসন থেকে বিএনপির দুই প্রার্থীর মধ্যে আশিক মুঈদ চৌধুরী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম জানান, ৪টি আসনে ২৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। প্রার্থিতা বাতিল ও প্রত্যাহার শেষে ১৯ প্রার্থী রয়েছেন।

যেসব প্রার্থী নির্বাচনে লড়বেন তারা হলেন, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ মো. শাহাব উদ্দিন, বিএনপি থেকে জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, ইসলামী ঐক্য ফ্রন্ট থেকে আহমদ রিয়াজ এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) : জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। আওয়ামী লীগের এম এম শাহীন, বাংলাদেশ ইসলামি আন্দোলন থেকে হাফিজ মতিউর রহমান, বাংলাদেশ ইসলামি ঐক্যজোট থেকে মৌলানা আসলাম হোসাইন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বামফ্রন্ট থেকে প্রশান্ত দেব সানা ও জাতীয় পার্টির (এরশাদ) অ্যাডভোটে মাহবুবুল আলম শামীম।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) : জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের লুৎফুর রহমান কামালী, বাসদ থেকে অ্যাডভোকেট মো. মগনু মিয়া ও ইসলামী আন্দোল বাংলাদেশ থেকে মো. আসলম।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) : আওয়ামী লীগ থেকে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, বিএনপি থেকে মুজিবুর রহমান মুজিব, গণফোরাম থেকে অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা সালাউদ্দিন।

রিপন দে/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।