রনির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮

পটুয়াখালী-৩ আসনের বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হয়েছে। ‘সর্বস্তরের বিক্ষুব্ধ নাগরিক সমাজ’র ব্যানারে এ ঝাড়ু মিছিল করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌরমঞ্চ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় রনির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

২০০৮ সালের সংসদ নির্বাচনে গোলাম মাওলা রনি নৌকা প্রতীক নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিতে যোগ দিয়ে একই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। প্রতীক বরাদ্দের পরে বুধবার প্রথম নিজের নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে যান তিনি।

মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।