হাতিয়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০
নোয়াখালীর হাতিয়ায় নৌকা প্রতীকের প্রার্থী আয়েশা ফেরদাউস ও ধানের শীষের প্রার্থী ফজলুল আজিম সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি গাড়ি, দোকান ও নৌকা প্রতীকের প্রার্থী আয়েশা ফেরদাউসের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন প্রতিপক্ষরা।
হামলার বিষয়ে ফজলুল আজিম তার দত্তেরহাট সংলগ্ন নিজ বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, হাতিয়া চানন্দী ইউনিয়নে তিনি কয়েকটি নির্বাচনী পথসভা করেন। সর্বশেষ থানারহাটে পথসভা শেষে হাতিয়া থেকে ফেরার পথে দরবেশ বাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থী আয়েশা ফেরদৌসের সমর্থকরা হামলা চালায়। এসময় সাংবাদিকদের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর ও ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে হামলাকারীরা। সাংবাদিকদের বহনকারী গাড়িটিও আটকে রাখা হয়।পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের অস্ত্রসস্ত্র নিয়ে ভাড়া করা সন্ত্রাসী দিয়ে হামলা করা হয়েছে। বর্তমান এমপি ও সাবেক এমপি মোহাম্মদ আলীর লেলিয়ে দেয়া সন্ত্রাসীরাই এ হামলা করেছেন।

এদিকে এ ঘটনার পরপরই বিএনপির সমর্থকরা দরবেশ বাজারে নৌকা প্রতীকের প্রার্থী আয়েশা ফেরদাউসের নির্বাচনী কার্যালেয় হামালা চালিয়ে অফিসের আসবাবপত্র ভাঙচুর করে।
স্থানীয় মোরশেদ বাজারের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হালিম জানান, ধানের শীষের প্রার্থী প্রকৌশলী ফজুলল আজিমের পথসভায় নৌকা প্রতীকের প্রার্থী ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেয়াকে কেন্দ্র মূলত সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মিজানুর রহমান/এফএ/পিআর