স্ত্রীর জন্য ভোট চাইছেন মেয়র খালেক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে আওয়ামী লীগের প্রার্থী স্ত্রী হাবিবুন নাহার এমপির পক্ষে নৌকায় ভোট চাইছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

শুক্রবার দুপুরে তিনি মোংলা শহরের মামার ঘাট এলাকা থেকে নির্বাচনী জনসংযোগ শুরু করেন। এরপর তিনি শেখ আব্দুল হাই সড়ক, পৌরসভা, প্রেসক্লাব সড়ক, সিঙ্গাপুর মার্কেট ও বাজার মসজিদ এলাকায় পথচারীসহ সকল দোকানপাট এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং সকলের কাছে স্ত্রী হাবিবুন নাহার এমপির জন্য নৌকা প্রতীকে ভোট চান।

এ সময় মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আবদুর রহমানসহ যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শওকত বাবু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।