পিরোজপুরে বিদ্রোহী প্রার্থীসহ ৬ জনকে আ.লীগ থেকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুর রহমান। তিনি দলের সভানেত্রীর অনুরোধ অমান্য করে তৎপরতা চালানোর কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

বিদ্রোহী প্রার্থী আশরাফুর রহমানকে সমর্থন করার অপরাধে তার আপন ভাই রিয়াজউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এমদাদুল হক খান, মো. আরিফ উল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দলের এক বর্ধিত সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে রাতে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বহিষ্কারের বিষয়ে আশরাফুর রহমান গণমাধ্যমকে বলেছেন অগণতান্ত্রিকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে।

হাসান মামুন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।