‘হোন্ডা-গুন্ডা উৎখাত করতে না পারলে শান্তি আসবে না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদী বলেছেন, জাতীয় স্বার্থে রাজনীতিতে আসতে হয়েছে জাকের পার্টিকে। দীর্ঘ ৩০ বছরে পা দিয়েছে জাকের পার্টি। নৈতিক কর্তব্য, দেশবাসীর স্বার্থে সবার পাশে দাঁড়াবে জাকের পার্টি।

তিনি বলেন, যত দিন হোন্ডা-গুন্ডা, মাদক-সন্ত্রাসী উৎখাত করতে না পারবে, তত দিন দেশে শান্তি আসবে না। সারা দেশে ৯৮ আসনে জাকের পার্টির প্রার্থী দেয়া হয়েছে। সবাই জাকের পার্টির প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দেবেন।

শনিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেঁজগাঁও পল্লী বিদ্যুত সংলগ্ন মাঠে জাকের পার্টি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুন্সীগঞ্জ জাকের পার্টির সভাপতি মো. আক্কাস আলী খালাসীর সভাপতিত্বে কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুন্সীগঞ্জ-১ আসনে জাকের পার্টির প্রার্থী হাজী আতাউর রহমান খান ও মুন্সীগঞ্জ-২ আসনের প্রার্থী আশ্রাফুল আলম।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।