বিজয়ের দিনে তারামন বিবিকে স্মরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮

কুড়িগ্রামে প্রয়াত বীরপ্রতীক তারামন বিবির স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উত্তরবঙ্গ জাদুঘরের আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এ সময় বীরপ্রতীক তারামন বিবির ব্যবহৃত ২টি শাড়ি, চশমা, পাসপোর্ট ও ২টি ব্যাংক চেকবই উত্তরবঙ্গ জাদুঘরে স্মারক হিসেবে জমা দেন তার স্বামী আব্দুল মজিদ।

শোকসভায় উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা পিপি অ্যাড. এসএম আব্রাহাম লিংকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক ডিডিএলজি রফিকুল ইসলাম সেলিম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, সদর ইউএনও আমিন আল পারভেজ, মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সবুর ফারুকী ও সাংবাদিক পরিমল মজুমদারসহ প্রমুখ।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।