বেগমগঞ্জে সঠিক নিয়মে শতভাগ জাতীয় পতাকা উত্তোলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সঠিকভাবে ধারণ করার জন্য নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পাঁচটি হাট-বাজারে সরকার নির্ধারিত মাপে শতভাগ জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে চৌমুহনী বাজার, জমিদার হাট, একলাশপুর বাজার, ছয়ানী ও বাংলা বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে একই মাপের পতাকা ও স্ট্যান্ড দিয়ে পতাকা ঝুলানো হয়।

এর আগে একই মাপের পতাকা সব ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন সবগুলো হাট-বাজারে প্রস্তুতি সভা করে ব্যবসায়ীদের সচেতন ও উদ্বুদ্ধ করেন। সবাইকে নমুনা হিসেবে ২.৫ ফুট দৈর্ঘ্য, ১.৫ ফুট প্রস্থের জাতীয় পতাকা এবং ১২ ফুটের পতাকা স্ট্যান্ড দেন। সম্পূর্ণ বিষয়টিকে তদারকি করার জন্য মনিটরিং টিম গঠন করা হয়।

এ টিম এক সপ্তাহ আগে থেকে ব্যবসায়ীদের নিয়ে দফায় দফায় সভা সমাবেশ করে লিফলেট বিতরণ করে সবাইকে একই মাপের জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে উদ্বুদ্ধ করেন। বাজার ব্যবসায়ীদের নিয়ে কমিটি করা হয়। তারা স্ব-স্ব বাজারে শতভাগ একই মাপের পতাকা উত্তোলন নিশ্চিত করেন।

Nokhali-Flag

বিজয় দিবসের সকালে উপজেলার বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাসানুজ্জামান হাসান ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে বাজারে র্যালি ও আলোচনা সভা করা হয়। এ সময় বাজারে উৎসবের আমেজ বিরাজ করে। এরপর একযোগে সবাই নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের মাঝে দেশাত্মবোধ জাগ্রত হবে। আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারবো।

তিনি বলেন, ব্যবসায়ীদের এ ধরনের ভালো কাজে উৎসাহিত করার জন্য পাঁচটি বাজারের মধ্য থেকে তিনটি বাজারকে পুরস্কৃত করা হবে।

মিজানুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।