ধানের শীষে ভোট চাওয়ায় জামায়াতের ৬ নারী কর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

পাবনায় জামায়াতের ছয় নারী কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বোর্ডঘর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পাবনা পৌরসভার শালগাড়ীয়া এলাকার আব্দুর রহমানের স্ত্রী শামছি খাতুন (৫৬), বেলতলা এলাকার আবুল কাশেমের স্ত্রী সেলিমা খাতুন (৫৩), মৃত মোহাম্মদ আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৪), মালিগাছা ইউনিয়নের আব্দুর রশিদের স্ত্রী মাহমুদা খাতুন (৫৫), চর শংকরপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম (৩৪) এবং ঘরনাগরা এলাকার রবিউল ইসলামের স্ত্রী যুথী ইসলাম (২৬)।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেণ, বুধবার বিকেলে জামায়াতের ছয় নারী কর্মী মালঞ্চি এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসাইনের পক্ষে প্রচারণা চালাতে যায়। এ সময় তাদের আটক করা হয়।

একে জামান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।