অন্য কেউ ক্ষমতায় এলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে : নাসিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১১:৫৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সারাদেশে আজ নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যে নেত্রী জঙ্গিবাদ দমন করেছেন, মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন; তার কারণেই আজ বাংলাদেশ বিশ্বের দরবারে শান্তি-সমৃদ্ধির দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। শেখ হাসিনার কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

বুধবার রাতে পাবনার শালগাড়িয়ায় নূর জাহান কনভেনশন সেন্টারে পৌরসভার ৭/৮/৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। তার উন্নয়নের ছোঁয়া পাবনাতেও লেগেছে। শেখ হাসিনা পাবনায় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত রেললাইন চালু করেছেন। পাবনার ঘরে ঘরে তিনি বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। তিনিই পাবনাবাসীকে গ্যাস সংযোগ দিয়েছেন। দিয়েছেন ডিজিটাল টেলিফোন সেবা।

নাসিম বলেন, সারাদেশের মতো পাবনায় অনেক বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পাবনায় রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র, ইপিজেড তার দৃষ্টান্ত। সরকারি মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের কাজ শুরু হচ্ছে। শেখ হাসিনার সরকারের নেতৃত্বে পাবনায় রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ গ্রামে শহরের অনেক সুবিধা পৌঁছে গেছে। কিন্ত শেখ হাসিনা ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশের সব উন্নয়নের ধারা বন্ধ হয়ে যাবে। শান্তি-সমৃদ্ধি বিনষ্ট করে দেশে আবার নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হবে। অন্ধকারে নিমজ্জিত হবে দেশ। এ জন্যই শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে।

মোহাম্মদ নাসিম পাবনার ৫টি আসনেই নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান। ৯নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান একরামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, পাবনা-৫ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, মো. শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, আবু ইসহাক শামিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন প্রমুখ।

একে জামান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।