নওগাঁয় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত
নওগাঁর পোরশা উপজেলায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক আব্দুল গফুর শাহ (৫৮) নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার গাঙ্গুরিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
নিহত আব্দুল গফুর শাহ উপজেলার গাঙ্গুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পুরইল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে গ্রামের বাড়ি থেকে বাসযোগে শিক্ষক আব্দুল গফুর শাহ গাঙ্গুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে নামেন। এরপর তিনি রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সংবাদ দেয়।
পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবারুল হক বলেন, নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
আব্বাস আলী/এএম/জেআইএম