বিদ্যুতের তারে পুড়ে প্রাণ গেল রংমিস্ত্রির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

মাদারীপুর শিবচর পৌরসভার টিঅ্যান্ডটি মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল শেখ (৩৫) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল শেখ পৌরসভার নলগোড়া এলাকার সিরাজ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল শেখ শিবচর পৌরসভার টিঅ্যান্ডটি মোড়ে একটি দোতলা ভবনের ছাদে উঠে বিজ্ঞাপনের ব্যানার টানাচ্ছিলেন। পাশেই বিদ্যুতের ১১ হাজার ভোল্টের মেইন তার থাকায় কাজ করতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লাগে রেজাউলের। এতে সঙ্গে সঙ্গেই তার সমস্ত শরীর পুড়ে যায় এবং বিল্ডিংয়ের ছাদের ওপর পড়ে যান।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।