একাই ধানের শীষের প্রচারণায় জিকে গউছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ একাই ধানের শীষের প্রচারণায় নেমেছেন।

মঙ্গলবার দুপুরে তিনি একাই গণসংযোগ করেন। শতাধিক নেতাকর্মী গ্রেফতার হওয়ায় বাকিরা আত্মগোপন করেছেন। ফলে তিনি একাই প্রচারণা চালাচ্ছেন।

শহরের শায়েস্তানগর এলাকায় গণসংযোগে গিয়ে জিকে গউছ বলেন, আমার নেতাকর্মী যারাই নির্বাচনী প্রচারণায় যায় তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। তাদেরকে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। গায়েবি মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় দেড়শ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ফলে তাদের অনেকেই এখন আত্মগোপনে আছেন। কোনো উপায় না পেয়ে আমি একাই প্রচারণায় নেমেছি। আমি ৩০ ডিসেম্বর পর্যন্ত ভোটের মাঠে থাকব। নির্বাচনের মাঠ থেকে সরব না। গণসংযোগকালে অনেকেই তাকে স্বাগত জানান। মানুষ বেশ আগ্রহ নিয়ে তার প্রচারণা উপভোগ করেন।

গত ২২ ডিসেম্বর হবিগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী জিকে গউছের গণসংযোগে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ওদিন হামলার সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে জানান হবিগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী ও পৌরসভার সাবেক মেয়র জিকে গউছ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।