‘নৌকা জিতে গেলে হেরে যাবে সন্ত্রাস’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

‘ভোটে নৌকা প্রতীক জিতে গেলে হেরে যাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ’ বলে মন্তব্য করেছেন জাসদের (ইনু) সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের মহাজোট প্রার্থী শিরীন আখতার।

বুধবার ফেনীর ফুলগাজী বাজারে নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এ সমাবেশ শেখ হাসিনার সমাবেশ। শিরীন জিতে গেলে শেখ হাসিনা জিতে যাবে। নৌকা জিতে গেলে স্বাধীনতার পক্ষের শক্তি জিতে যাবে।

খালেদা জিয়ার সম্পর্কে শিরীন আখতার বলেন, এ আসনের মানুষ খালেদাকে নিজেদের এলাকার মেয়ে হিসেবে ভোট দিয়ে বার বার নির্বাচিত করেছিল। কিন্তু খালেদা এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারেনি। ১৯৭৩ সালের পর সর্বপ্রথম এ আসনটি বিপুল ভোটে বঙ্গবন্ধু কন্যাকে উপহার দিতে চাই।

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনির্ভাসিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলীমের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান, খায়রুল বাশার মজুমদার তপন ও ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বক্কর দিদার প্রমুখ।

রাশেদুল হাসান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।