শেষ মুহূর্তে সরে গেলেন ছাত্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮

জামালপুর-১ আসনে (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) জাতীয় পার্টির প্রার্থী এমএ সাত্তার তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। একইসঙ্গে তিনি আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদকে সমর্থন দিয়েছেন।

বুধবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমএ সাত্তারের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম হামিদুল্লাহ। জাতীয় পার্টির সকল নেতাকর্মী মহাজোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য মাঠে কাজ করবেন বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২৪ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য প্রার্থী এমএ সাত্তার।

ওই সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হক, ধানুয়া কামালপুর ইউনিয়ন জাপা নেতা মুরাদ, জাপা নেতা গোলাম মোস্তফা, আবদুল কাদের ধুমালী, নিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবু, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউর রহমান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি খোকন আকন্দসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

আসমাউল আসিফ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।