দিনাজপুরে চিকিৎসককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:২১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮
প্রতীকী ছবি

দিনাজপুর শহরের মধ্য বালুবাড়ীতে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মাহাবুবুল ইসলাম (৫৫) ও তার গাড়িচালক আহত হয়েছেন। বর্তমানে তারা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি।

হামলায় সহকারী অধ্যাপক ডা. মাহাবুবুল ইসলামের ডান হাতের দুটি আঙুল কেটে পড়ে গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় যখম হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মধ্য বালুবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, সহকারী অধ্যাপক ডা. মাহাবুবুল ইসলাম শহরের মধ্যবালুবাড়ী এলাকায় দিনাজপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মো. মোসাদ্দেক হুসেনের বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির সামনে নিজের গাড়িতে উঠছিলেন। এ সময় হঠাৎ এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন। এ সময় তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হন। গাড়িচালক কামরুজ্জামান (৩০) তাকে বাঁচাতে গেলে তারও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তারা দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন।

দিনাজপুর কোতয়ালি থানার ওসি মো. রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।