শরীয়তপুরে ১৪টি দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮

শরীয়তপুরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শরীয়তপুর শহরের চৌরঙ্গীর মোড় সিটি আধুনিক হাসপাতালের পশ্চিম পাশের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনার পর শুক্রবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুর রহমান শেখ ও সদরের পালং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা প্রশাসন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। নিমিষেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে ১৪টি দোকান ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে শরীয়তপুর সদর, ডামুড্যা ও মাদারীপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তালুকদার টেলিকমের স্বত্ত্বাধীকারী মো. কামরুজ্জামানের মোবাইলের দোকান। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। রাত আড়াইটার দিকে শুনতে পাই দোকানে আগুন লেগেছে। দৌড়ে গিয়ে দেখি আমার দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের আয় দিয়েই সংসার চলতো। ৫ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুর রহমান বলেন, শহরের চৌরঙ্গী মোড়ে একটি মার্কেটে গতকাল দিবাগত রাত ২টার দিকে আগুন লাগার ঘটনা শুনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবুও মোবাইলের দোকান, লেপ-তোষক, সেলুন, মুদি দোকান, ফুলের দোকান, হোটেলসহ ১৪ দোকান পুড়ে যায়। ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।