শাজাহান খান পেলেন ৩ লাখ, বিএনপি প্রার্থী ২ হাজার
মাদারীপুরের ৩টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিশাল জয় পেয়েছেন। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা।
ভোট গণনা শেষে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে। পরে উপজেলা পরিষদ কার্যালয় থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, মাদারীপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর-ই-আলম চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৪৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা জাফর আহম্মদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৩৬ ভোট। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১০১টি। ভোট পড়েছে ৯৩.৪২%। সহকারী রিটার্নিং অফিসার ও শিবচর উপজেলা নির্বাহী অফিসার ইমরান আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।
মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নৌকা প্রতীকে ৩ লাখ ১১ হাজার ৭৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিল্টন বৈদ্য ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৯০ ভোট। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৪১টি। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
মাদারীপুর-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে আব্দুস সোবাহান গোলাপ পেয়েছেন ২ লাখ ৫২ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আসাদুজ্জামান খোকন তালুকদার পেয়েছেন ৩ হাজার ২৭৫ ভোট। এ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৩৪টি। ভোট কাস্ট হয়েছে ৮৬.০৭%। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
এ কে এম নাসিরুল হক/এএম/আরআইপি