হাড্ডাহাড্ডি লড়াই সুলতান মনসুরের আসনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:০৮ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মৌলভীবাজার-২ আসনে। এ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৭৪২ ভোট। তার নিটতটম প্রতিদ্বন্দ্বী বিকল্পধারা বাংলাদেশের এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট। অর্থাৎ মাত্র ২ হাজার ৫৭২ ভোটের ব্যবধানে আসনটিতে জয় পেলেন ঐক্যফ্রন্টের প্রার্থী।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারের নির্বাচনে আর অন্য কোনও আসনে এতো হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। এর আগে এ আসনে ধানের শীষ প্রতীক কখনও জয়ী হতে পারেনি। এমনকি কখনও তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে আসতে পারেনি বিএনপির কোনও প্রার্থী। বরং ১৯৯১ এবং ২০০১ সালে এ আসনে দুইবার জামানত হারায় বিএনপি। এবার এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়লেন ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। জয়ী হয়ে এক নতুন ইতিহাস গড়লেন তিনি।

অপরদিকে মৌলভীবাজার-১ আসনে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের শাহাব উদ্দিন এক লাখ ৪৪ হাজার ১২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাছির উদ্দিন আহমেদ পেয়েছেন ৬৮ হাজার ৫২৩ ভোট।

মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের নেসার আহমেদ এক লাখ ৮৪ হাজার ৫৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ আসনে বিএনপির নাসের রহমান পেয়েছেন এক লাখ ৪ হাজার ৫৯৫ ভোট।

মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের আবদুস শহীদ দুই লাখ ১১ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ৯৬ হাজার ২৯৫ ভোট।

রিপন দে/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।