ফেনীতে ৩৬টি পেট্রল বোমা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮
ফাইল ছবি

ফেনীতে ৩৬টি পেট্রল বোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। সোমবার ভোরে শহরের ফলেশ্বর পলিটেকনিক ইনস্টিটিউট মোড় এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

পেট্রল বোমাগুলো নির্বাচন পরবর্তী নাশকতার জন্য রাখা হয়েছিল বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, নির্বাচন পরবর্তী নাশকতা ঠেকাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‌্যাবের চৌকস একটি দল। এ সময় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট মোড় এলাকা থেকে ৩৬টি পেট্রল বোমা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

ফেনীর র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেকোনো নাশকতা ঠেকাতে র‌্যাব তৎপর রয়েছে।

রাশেদুল হাসান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।