ফেনীতে ভোট পড়েছে ৮২.৫১ শতাংশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে মোট ভোট পড়েছে ৮ লাখ ৬২ হাজার ৫৭৪টি। এর মধ্য বাতিল হয়েছে ৮ হাজার ৭৭৪টি ভোট। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১০ লাখ ৪৫ হাজার ৩৭৫ জন। এবারের নির্বাচনে ভোট দেননি ১ লাখ ৮২ হাজার ৮১১ জন ভোটার। শতকরা হিসেবে ফেনীতে ৮২.৫১ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে।

জেলা রিাটর্নিং কর্মকর্তার দেয়া ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৪৭ হাজার ৩৫ জন। এবারের নির্বাচনে সেখানে ভোট পড়েছে ২ লাখ ৪০ হাজার ৫৬১ টি। এর মধ্য বাতিল হয় ৩ হাজার ৮৭৯টি ভোট। ভোটাধিকার প্রয়োগ করেননি ৬৪ হাজার ১৭৪ জন ভোটার। এই আসনে শতকরা হিসেবে ৭৮.৯৪ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে।

ফেনী-২ (সদর) আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৪৭ হাজার ৬৮৪ জন। এবারের নির্বাচনে সেখানে ভোট পড়েছে ৩ লাখ ২ হাজার ৭৮৮টি এর মধ্যে বাতিল হয় ১ হাজার ৫৬৫ ভোট। ভোটাধিকার প্রয়োগ করেননি ৪৪ হাজার ৮৯৬ জন ভোটার। এই আসনে শতকরা হিসেবে ৮৭.০৮ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে।

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৯২ হাজার ৯৫৬ জন। এবারের নির্বাচনে সেখানে ভোট পড়েছে ৩ লাখ ১৯ হাজার ২২৫টি। এর মধ্যে বাতিল হয় ৩ হাজার ৩৩০ ভোট। ভোটাধিকার প্রয়োগ করেননি ৭৩ হাজার ৭৩১ জন ভোটার। এই আসনে শতকরা হিসেবে ৮১.২৩ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে।

রাশেদুল হাসান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।