ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৪ কিশোর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯

আইনি প্রক্রিয়া শেষে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে বাংলাদেশি ৪ কিশোরকে ফেরত দিয়েছে ভারতের ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানে তারা সর্বোচ্চ ২ বছর ৯ মাস এবং সবনিম্ন ১ বছর ৬ মাস আটক ছিল।

দেশে আসা কিশোররা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার হাসান মাহমুদের ছেলে মেহেদী হাসান (১৮), কক্সবাজারের চকরিয়া উপজেলার আবু বক্করের ছেলে রবিউল ইসলাম (১৭),জয়পুরহাট সদরের মজিবর মডির ছেলে জহন মডি (১৮) ও কুমিল্লার লাকসাম উপজেলার জামাল হোসেনের ছেলে জাফর ইকবাল (১৩)।

হিলি ইমিগ্রেশন পুলিশের কার্যালয় সূত্রে জানা গেছে, এই কিশোররা অবৈধভাবে ভারতে যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করে। ১৮ বছরের কম বয়স হওয়ায় তাদেরকে ভারতের বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে রাখা হয়।

এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।