হাড়ভাঙা চিকিৎসালয়ের নেই সনদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০৭ জানুয়ারি ২০১৯

ফেনীতে আলাবকস, গোলবকস ও এলাহী বকস নামে তিনটি হাড়ভাঙা চিকিৎসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে প্রশাসন। সোমবার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সোমবার পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীরের নেতৃত্বে পরিদর্শন দল। এ সময় তিনটি হাড়ভাঙা চিকিৎসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেন।

সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, পরিদর্শনের সময় কিউর মেডিকেল ও জনতা ক্লিনিকে কর্মরত কোনো চিকিৎসক, পরিচালনা পরিষদের সদস্য, সেবিকা ও মেডিকেল টেকনোলজিস্টকে পাওয়া যায়নি। তাদের সার্বিক কার্যক্রমে অসন্তুষ্টি প্রকাশসহ প্রথমবারের মতো সতর্ক করা হয়। এছাড়া ডাক্তারদের প্রয়োজনীয় সনদ না থাকায় আলাবকস, গোলবকস ও এলাহীবকস নামে তিনটি হাড়ভাঙা চিকিৎসা কেন্দ্র বন্ধের নির্দেশ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রুবাইয়াত বিন করিম, জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী ও সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মো. মিজানুর রহমান।

রাশেদুল হাসান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।