ছেলের মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল মায়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৯ জানুয়ারি ২০১৯

হবিগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেরুন্নেছা (৪৭) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেরুন্নেছা হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার শামছুজ্জামানের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, কয়েকদিন আগে মেহেরুন্নেছা তার স্বামীর বাড়ি রাজনগর থেকে বাবার বাড়ি চুনারুঘাটে বেড়াতে যান। বুধবার সকালে তার ছেলে ছামী আহমেদের সঙ্গে মোটরসাইকেলযোগে সেখান থেকে হবিগঞ্জ শহরে ফিরছিলেন। দুপুর ১২টার দিকে কলিমনগর এলাকায় পৌঁছালে মেহেরুন্নেছা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিঠুন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।